প্রকাশিত: Fri, Nov 10, 2023 11:41 PM
আপডেট: Tue, Apr 29, 2025 3:57 AM

[১] বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ আজ সান্ত্বনার জয়ে রাঙাতে চায় টাইগাররা

এল আর বাদল: [২] ভারতের মাটিতে শনিবার বিশ্বকাপে একদিনে দুই ম্যাচ। লড়াইয়ে বাংলাদেশের পাওয়ার কিছু নেই। বিশ্বকাপ থেকে তারা আগেই ছিটকে গেছে। টাইগারদের চাওয়া শেষ ম্যাচে সান্ত্বনার জয় নিয়ে দেশে ফেরা। আর পাকিস্তান গুহায় পড়ে উঁকি মারছে, সেমিফাইনালের জন্য। [৩] পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নিজেদের নবম এবং শেষ ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। পাকিস্তান ও ইংল্যান্ড ম্যাচটি শুরু হবে দুপুর ২-৩০ মিনিটে।

[৪] বিশ্বকাপ দৌঁড়ে না থাকলেও এখন বাংলাদেশ দলের প্রধান লক্ষ্য, ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখা। নিউজিল্যান্ডের কাছে শ্রীলংকার ৫ উইকেটে হারে ভালো সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের। কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের খেলা নিশ্চিত হয়নি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের খেলার স্বপ্নভঙ্গ হতে পারে। যদি ভারতের বিপক্ষে

নেদারল্যান্ডস জিতে যায় এবং অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। [৫] স্বাগতিক পাকিস্তানের পাশাপাশি বিশ্বকাপের শীর্ষ আট দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে। আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ^কাপ যাত্রা শুরু করেছিলো বাংলাদেশ। ওই জয়ের পরই পথ হারায় তারা। টানা ছয় ম্যাচ হেরে সেমিফাইনালে দৌঁড় থেকে ছিটকে পড়ে টাইগাররা। হারের বৃত্তে ঘুরপাক খাওয়া বাংলাদেশ, অষ্টম ম্যাচে এসে দ্বিতীয় জয়ের দেখা পায়। শ্রীলংকার বিপক্ষে ৩ উইকেটের জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখে টাইগাররা। [৬] বিশ্বকাপে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। সর্বশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের দারুণ ইনিংসের সুবাদে ৩ উইকেটের দুর্দান্ত জয়ে সেমির টিকিট পায় অজিরা। ২৯২ রান তাড়া করতে নেমে ৯৮ রানে ৭ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর পায়ের ইনজুরি সত্ত্বেও ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ১২৮ বলে ২০১ রানের অসাধারন ইনিংস খেলেন তিনি। ম্যাক্সওয়েলসহ প্রথম সারির বেশ কিছু খেলোয়াড়কে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা রয়েছে। [৭] অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ভালো নয়। দু’দলের ২১ ম্যাচের লড়াইয়ে বাংলাদেশ জিতেছে মাত্র একটিতে। ২০০৫ সালে কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের নান্দনিক সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেয়েছিলো বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে ১৯টি ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। [৮] বিশ্বকাপে চারবারের দেখায় বাংলাদেশের বিপক্ষে তিনবার জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ২০১৫ সালের বিশ্বকাপে পরিত্যক্ত হওয়া ম্যাচটি বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলো। ওই বিশ^কাপের ফলাফল এখনও বাংলাদেশের জন্য সেরা আসর হয়ে আছে। সম্পাদনা: তারিক আল কান্না